DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে দূরবৃত্তদের দেওয়া আগুনে দোকানে পুড়ে ছাঁই, লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি

DoinikAstha
এপ্রিল ৭, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আঃ রব ফরাজির দূরবৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাঁই। ব্যবসায়ী আঃ রব ফরাজির দাবি, আগুনে প্রায় লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার আনুমানিক রাত ১:৩০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী আঃ রব ফরাজি জানান প্রতিদিনের মতো আমি রাতে দোকান বন্ধ করে বাসায় যাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাই, বুধবারকে রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় এলাকার লোকজন হঠাৎ ডাক চিৎকার দেয় আগুন লেগেছে বলে আমি দরজা খুলে বের হওয়ার চেষ্টা করি কিন্তু দূরবৃত্তরা আমার ঘরের সকল দরজার বাহির থেকে ছিটকানি লক করে দেয়।

এলাকাবাসী এসে আমার দরজার বাহির থেকে ছিটকানি খুলে আমাকে বের করে এবং দোকানের আগুন খালের পানি দিয়ে নিবাতে সক্ষম হয়েছে।

কে বা কাহারা আমার ঘরের সকল দরজার ছিটকানি লক করে আমার দোকানের তালা ভেঙ্গে টাকা পয়সা মালজিনিস নিয়ে যায় এবং দোকানে আগুন দেয় এতে আমার লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিষয় রাজাপুর থানার ডিউটি অফিসার জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।