রাজাপুর ইউএনও’কে বিদায় সংবর্ধনা দিলো “স্বপ্নের আলো ফাউন্ডেশন”
- আপডেট সময় : ১১:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১০৪৬ বার পড়া হয়েছে
রাজাপুর ইউএনও’কে বিদায় সংবর্ধনা দিলো “স্বপ্নের আলো ফাউন্ডেশন”
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোক্তার হোসেন এর বদলী জনিত কারণে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (৬মার্চ) বিকালে সাড়ে ৪টায় মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক অলাভজন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর পক্ষ থেকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোঃ মোক্তার হোসেনকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নাঈম, রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম. মুন্না, সাধারণ সম্পাদক মোঃ মাহিন খান রোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রিদয়, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুনজিল, সহ-অর্থ সম্পাদক মোঃ রাজু হাওলাদার, সদস্য বিশাল রায় প্রমূখ।
সংবর্ধনা গ্রহণ করে বিদায়ী ইউএনও মোঃ মোক্তার হোসেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ)কে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক গুণাবলী দিয়ে মানবতার সেবায় “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) সদস্য ও কর্মীরা আরো উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করবেন।
প্রসঙ্গত, গত ২০২০ সালের ৯ডিসেম্বর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ মোক্তার হোসেন যোগদান করেন। তিনি রাজাপুর ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি হয়েছেন। এর আগে তিনি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন।
[irp]


















