শিরোনাম:
রাণীনগরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক
Md Elias
- আপডেট সময় : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬৬ বার পড়া হয়েছে
রাণীনগরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ নাহিদ পারভেস শুভ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আপককৃত নাহিদ পারভেস শুভ উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার মোজ্জাম্মেল হক স্বপনের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের বাসট্রান্ড (গোল চত্বর) এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে থানার এসআই সাজ্জাদ হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নেশা জাতীয় ১০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
ওসি জানান, তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
[irp]
















