রামগড়ে ছেলের হতে মা নিহত
- আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬১ বার পড়া হয়েছে
রামগড়ে ছেলের হতে মা নিহত
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার চৌধুরীপাড়ায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মা রহিমা বেগমকে (৬০) পিটিয়ে হত্যা করা হয়। পরে ছেলে মোঃ ইব্রাহিমকে (২৭) পুলিশ আটক করে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে। ইব্রাহিম চৌধুরী পাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীদের সূত্র মতে জানাযায়, মা-ছেলের সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-ঝামেলা হতো। শনিবার রাতে মা-ছেলে উভয়ের ঝগড়ার একপর্যায়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এসে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেকে আটক করে।
রামগড় থানার ওসি তদন্ত রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে পাঠিয়েছি। ঘাতক ছেলে ইব্রাহিমকে আটক করা হয়েছে।
[irp]
















