DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে সড়ক দুর্ঘটনা নিহত-১ আহত ৪

News Editor
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৪:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

রামগড়ে সড়ক দুর্ঘটনা নিহত-১ আহত ৪

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলার পাথর বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মাদ্রাসা শিক্ষক নিহত ও আরো ৪জন আহত হয়েছে। আজ রবিবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় দিকে দারগাপাড়ায় খাগড়াছড়ি-ফেনী সড়কের এ দূর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রামগড় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রামগড় নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী শামসুদ্দীন ফেনী আল কেমী হাসপাতালে প্রেরন করা হয়।

দুর্ঘটনায় আহত রামগড় নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী শামসুদ্দীন ফেনী আল কেমী হাসপাতালে মারা গেছেন। আহতরা হলেন, ভুজপুর থানার (সোনাইপুল) কাজিবাড়ীর আমিনুল হকের ছেলে মাওলানা সামছুদ্দীন, রামগড়ের নাকাপা (মধুপুর) গ্রামের নুরুল ইসলাম এর ছেলে মোঃ শহীদ, খাগড়াবিলের সেন্টু মিয়ার ছেলে মোঃ নুরুল আমীন, একই এলাকার সাকাওয়াত হোসেন এর স্ত্রী রাজিয়া সুলতানা, নাকাপার মধুপুরের আঃ রশিদের ছেলে মোঃ আঃ রাজ্জাক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগড় থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি বারৈয়ার হাটের উদ্দেশ্যে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা ১টি পাথর বোঝাই ট্রাক (যশোর ট ১১-২২০.৫) সিএনজিটিকে চাপা দেয়। দূর্ঘটনার পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগন আহত যাত্রীদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠান। এ বিষয়ে রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি থানায় আনা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০