DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে ৪৩ বিজিবির উদ্ধারকৃত ১ কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

Astha Desk
নভেম্বর ৪, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রামগড়ে ৪৩ বিজিবির উদ্ধারকৃত ১ কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ শনিবার (৪ নভেম্বর) সকালে বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকালে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

৪৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ২৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি প্রমূখ।

বিজিবি সূত্র জানায়, ২০১৬ সাল থেকে অদ্যাবধি চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যে ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকা।

প্রসঙ্গত, ৭ হাজার ২শ ৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২শ ৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১ হাজার ৯শ ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ হাজার ৮শ ৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪শ ৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২শ ৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫শ পিস নিমসোলাইড ট্যাবলেট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬