DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ১০ ভিডিও প্রচার

Online Incharge
নভেম্বর ১৮, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ১০ ভিডিও প্রচার

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর থেকে একের পর এক ১০ টি অশ্লীল ভিডিও প্রচার হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় হ্যাকের এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পেজটি নিয়ন্ত্রণে নিতে পারেনি পুলিশ।

প্রাথমিক তথ্য পাওয়ার পর ঘেঁটে দেখা যায়, ‘Ramgarh Thana-রামগড় থানা’ এই পেজ থেকে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে আজ শনিবার (১৮ নভেম্বর) ১ টা ১১ মিনিট পর্যন্ত ১০টি অশ্লীল ভিডিও পোস্ট হয়েছে। তবে এর আগের যে পোস্ট রয়েছে তা গত বছরের ২০ সেপ্টেম্বরের। সেই পোস্টটি ছিল খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির একটি মানবিক কর্মযজ্ঞের পোস্ট।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, আমি কয়েকদিন হলো এ থানার দায়িত্ব নিয়েছি। এক বছরের বেশি সময় ধরে অকার্যকর ছিল পেজটি ৷ আজ বিকেল থেকেই পেজটিতে অশ্লীল ভিডিও প্রচার হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে এবং ক্রিমিনালদের চিহ্নিত করে আটক করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪