শিরোনাম:
রামপালে গাঁজাসহ আটক-১
Astha DESK
- আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৯০ বার পড়া হয়েছে
রামপালে গাঁজাসহ আটক-১
শেখ সাগর আহমদঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ৯শ গ্রাম গাঁজাসহ মোঃ মাহামুদ হাসান (২৯) নামের এক গাজা কারবারীকে আটক করেছে পু্লিশ। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
পু্লিশ জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় দিয়ে ব্যাগে করে মাহামুদ গাঁজা নিয়ে মোংলা যাচ্ছিল। ওই সময় বাজারের পাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ তাকে আটক করে। খবর পেয়ে রামপাল থানার এসআই মোঃ কামাল হোসেন গাঁজাসহ মাহামুদকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন গাঁজাসহ আসামী আটক ও শনিবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।




















