রামপালে ধান ক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ১০:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১০৩৩ বার পড়া হয়েছে
রামপালে ধান ক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার
রামপাল প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে ধান ক্ষেত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সরদ ইউনিয়নের ভাগা থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন, আমি জমিতে পানি সেচ দিতে গিয়ে ধান ক্ষেতের পাশে একটা নবজাতকের লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দিয়ে থাকি। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশটিকে তদন্তের জন্য নিয়ে গেছে।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ধান ক্ষেত এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকের বয়স দু একদিন হবে হয়তো। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


























