সরারচর বি.এম কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১০১৮ বার পড়া হয়েছে
নুরুজ্জামান আশরাফ বাজিতপুর, কিশোরগঞ্জ: সরারচর ট্যাকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ২০২৩-২০২৪শিক্ষা বর্ষে নতুন ছাত্র/ছাত্রীদের উদ্বোধনী ক্লাস শুরু উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (8 অক্টোবর) সকাল ১০টায় কলেজ ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃমাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের ছাত্র মোঃআব্দুল আজিজ। উদ্বোধনী আলোচনা করেন অত্র কলেজ ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরারচর ট্যাকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃরমজান আলী,আরো উপস্থিত ছিলেন ডাঃমোঃইয়াকুত আলী, সিনিয়র শিক্ষক সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আবু তাহের,সিনিয়র শিক্ষক সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,মাহবুবুল হক নাইম,ডিসি মনোনীত সদস্য। আব্দুল্লাহ আল-মামুন,প্রভাষক (ইংরেজি) অত্র কলেজ, আলমগীর হোসাইন, কম্পিউটার ডেমোনেস্ট্রিটর, সাজ্জাদ হোসেন,প্রভাষক(হিসাব বিজ্ঞান)অত্র কলেজ,জেরিন খান প্রভাষক (ব্যাংকিং)অত্র কলেজ।মমতা বেগম,সহকারী শিক্ষক অত্র কলেজ।