রাশিয়ায় পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে নিহত-২৫
আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১৪ আগস্ট) রাতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মাখাচকালার একটি পেট্রোল পাম্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তিন শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬৬ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই একটি পেট্রোল পাম্পে আগুন ধরে যায়। সেখান থেকে আশপাশের ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে ধোঁয়া দেখা যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌছায় দমকলকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ভবনে আটকা পড়াদেরও নিরাপদে উদ্ধার করা হয়েছে।
দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ২৬০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে একটি বিমানও রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রদেশটির গভর্নর নিজে বিষয়টি তদারকি করছেন বলেও উল্লেখ করা হয়। এছাড়া স্থানীয়দের ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র-আল জাজিরা।