রায়পুরে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কোলাকোপা-বামনী ইউনিয়ন পরিষদ সড়কের পাশ থেকে প্রায় ৭০ বছর বয়সি অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে হাজি বাড়ির সামনে লুঙ্গি ও শার্ট পরিহিত ১ জন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।