DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড মূল্যে রাজস্থানে ক্রিস মরিস

DoinikAstha
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

চলছে আইপিএলের নিলাম। বাংলাদেশি ক্রিকেটারের  মধ্যে এরই মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে তারই পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে রাজস্থান রয়্যালস।

তবে এখন পর্যন্ত নিলামের বড় চমকের নাম ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই পেসারকে রেকর্ড দামে দল ভিড়িয়েছে মোস্তাফিজের নতুন দল রাজস্থান। নিলামে মরিসের ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।

এই মূল্যই উঠতে উঠতে গিয়ে ঠেকেছে যেন আকাশে। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের মতো দলগুলোর সঙ্গে দরকষাকষি করে ৩৩ বছর বয়সী এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছে রাজস্থান। আর এর জন্য তাদের গুনতে হয়েছে ১৬ কোটি ২৫ লাখ রুপি।

আইপিএলের ইতিহাসে এই দাম রীতিমতো ঝড় তুলেছে। এই নিলামে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটারে পরিণত হলে মরিস। এতদিন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। তার দর উঠেছিল ১৬ কোটি টাকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। গেল বছর ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে নিয়েছিল কলকাতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।