DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত-২

Astha Desk
অক্টোবর ৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত-২

 

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, গোলাগুলির ঘটনায় ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত ওই ব্যক্তি আরসার কিলিং স্কোয়াডের সদস্য।

অপরদিকে, জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একদল সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির পর আরসার সন্ত্রাসীরা আরাফাত নামে ১ রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার করে পালিয়ে যায়।

উখিয়া থানা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]