লক্ষ্মীছড়িতে জেএসএস নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ অনুষ্টিত
মানিকছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি’র লক্ষ্মীছড়িতে জেএসএস নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর কমিটি।
গতকাল জেএসএস (এমএন) দলের লক্ষীছড়ি উপজেলা আহ্বায়ক নিলবর্ণ চাকমা (৫৮)কে তাঁর নিজ বাড়ি লক্ষীছড়ি হাসপাতাল সংলগ্ন বেলছড়িতে রাত প্রায় ৯টার দিকে ইউপিডিএফ (মুল) কর্তৃক গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪ টায় জেএসএস খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাজনপাড়া সুর্যশিখা ক্লাব থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সমাবেশে এ পিসিপি’র নেতা জগদীশ চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেএসএস সদর থানা শাখার সভাপতি যোকি চাকমা, জেলা পিসিপি সভাপতি সুবাস চাকমা, মহিলা নেত্রী ববিতা চাকমা, রাঙামাটি জেলা নেতা বিপুলেশ্বর চাকমা প্রমুখ।
এ সময় বক্তারা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, ঘটনা যারাই ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হত্যার উদ্দেশ্য এ নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্য ইউপিডিএফ সন্ত্রাসীদের নির্মূল ঘোষণা করে তাদের সকল কার্যক্রম অবৈধ ও অবাঞ্চিত ঘোষনার দাবী জানান। এভাবে ঘটনা যাহাতে ঘটাতে না পারে সেজন্য জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর ও নিরাপত্তার জোরদারের দাবী জানান।