DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

লালপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

Abdullah
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লালপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

নাটোর জেলার লালপুরের নওপাড়া গ্রামে
অগ্নিদগ্ধ হয়ে শাহানাজ বেগম (৪০) ও তার মেয়ে মাইশা (৮) নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতেএঘটনা ঘটে।

আহতরা হলো, নিহত শাহানাজ বেগমের মা ইয়াতন (৭০) ও বাবা রমজান আলী (৭৫)। নিহত শাহানাজ বেগম উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্না করার সময় পাশে থাকা পাট কাঠিতে আগুন লেগে গেলে মুহুর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পরে। এসময় ঘরের মধ্যে আটকে থাকা মানসিক ভারসাম্যহীন শাহানাজ বেগমকে উদ্ধার করতে গেলে মাইশা, ইয়াতন ও রমজান আলী আগুনে পুড়ে আহত হন এবং ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে শাহানাজ বেগমের মৃত্যু হয়। ইয়াতুন, মাইশা ও রমজান আলীকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ৩ জনের প্রাথমিক চিকিৎসা শেষে ইয়াতুন ও মাইশাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মাইশার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি মোঃ উজ্জ্বল হোসেন বলেন, শুকনো খড়ের ঘর হওয়ায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে দুই জনের মৃত্যু ও দুইজন আহত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২