DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে আ. লীগ নেতা সুমন খাঁন আটক

Astha Desk
নভেম্বর ১২, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে আ. লীগ নেতা সুমন খাঁন আটক

 

ঈশাত জামান মুন্না/লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ওরফে হুন্ডি সুমন খাঁনকে আটক করেছে পুলিশ। সুমন খাঁনকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে সদর উপজেলার তিস্তা সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। খাঁনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দখলদারিসহ এক ডজনেরও বেশি মামলা আছে বলে জানিয়েছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক।

 

সম্প্রতি সুমন খাঁন, তার স্ত্রী ও তার দোকানের এক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে ৪২৮ কোটি টাকারও বেশি লেনদেনের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তার প্রেক্ষিতে সিআইডি বাদি হয়ে ইতিমধ্যে মামলা দায়ের করেছেন।

 

সংস্থাটির কর্মকর্তারা জানান, সুমন খানের ব্যাংক হিসবে ২শ ৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭শ ৬০ টাকার সন্ধান পাওয়া গেছে।

 

তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৪ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা রয়েছে। এছাড়া সুমনের দোকান কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১শ ৮৬ কোটি ৯৫ লাখ টাকা লেনদেনের তথ্য মিলেছে।

 

লালমনিরহাট সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই বলেন, হুন্ডি সুমনের বিরুদ্ধে স্বর্ন, মাদক, মুদ্রা চোরাচালানসহ নানা অপকর্মের তথ্য পেয়েছি। সদর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে। আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সুমন খাঁনের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। ৫ অগাস্ট শহরের মাস্টারপাড়া শহীদ মিনার এলাকায় তার বিলাসবহুল বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় ছাত্র-জনতা। এ সময় স্বয়ংক্রিয় দরজা দিয়ে বেরিয়ে আসতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে ৫ ছাত্রের মৃত্যু হয়।

লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কল) এ কে এম ফজলুল হক বলেন, ৫ অগাস্টের পর ঢাকার বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। লালমনিরহাটে তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা আছে।

আরো পড়ুন :  আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে-মির্জা ফখরুল

 

তবে সুমনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪