DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Abdullah
অক্টোবর ২৯, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সকাল-সন্ধ্যা হরতাল লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা।

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ও গনঅধিকার পরিষদসহ কয়েকটি দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে লালমনিরহাট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে এবং অটোরিকশা করে যেতে দেখা গেছে।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিছু দূরপাল্লার বাস লালমনিরহাট ও বুড়িমারীতে প্রবেশ করলেও লালমনিরহাট শহর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। তবে ভোর ৬টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন সকাল ৯টায় লালমনিরহাট রেলস্টেশনে পৌঁছেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাট মিশন মোড়, সদর উপজেলার মহেন্দ্রনগর, বড়বাড়ি ও আদিতমারী উপজেলার সাপটিবাড়ি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মুখোমুখি অবস্থান। এসময় দোকানপাট বন্ধ দেখা যায়। ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের তুলনায় মহাসড়কগুলোতে কম যানবাহন দেখা গেছে।

হরতালকারীরা লালমনিরহাট শহরের সেনামৈত্রী মার্কেটের পাশে সড়কে পিকেটিং করার চেষ্টা করে এতেও পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯