DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৩ই জানুয়ারি ২০২৫
ঢাকাসোমবার ১৩ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

লালে লাস্যময়ী সোহিনীর ওপর থেকে চোখ সরানোই দায়

News Editor
সেপ্টেম্বর ২২, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ওপেন টি বায়োস্কোপ হোক বা রাজকাহিনী বা সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ বা দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন সোহিনী সরকার। এমনকি বাংলা ধারাবাহিক অদ্বিতীয়তেও চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। ছিমছাম সরল মুখে অনেকের মন জয় করেছেন।

তবে এবার লাল রঙের পোশাকে দেখা গেলো সোহিনীকে। কেন তার এই লাস্যময়ী সাজ? উত্তর হচ্ছে, আসন্ন দুর্গাপূজার আগে আনন্দলোকের জন্য ফটোশুট করতেই অভিনেত্রী সোহিনী সরকারের এমন সাজ। যার ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন।

আরও পড়ুন : রিয়ার জেলে থাকার মেয়াদ বাড়ল আরো ১৪ দিন

বিপ্রদীপ চক্রবর্তী সোহিনীর এই ফটোশুটের ভিডিও করেছেন। বিহাইন্ড দ্য লেন্সে রয়েছেন ফ্যাশন ফটোগ্রাফার শিলাদিত্য দত্ত। মেকআপ অভিজিৎ পালের। আর সম্পূর্ণ স্টাইলিং করেছেন সৌম্য।

লাল লিপস্টক। লাল রঙের পোশাক। সামঞ্জস্য রেখে লাল রঙের ‘ইয়ার পিস’। সোহিনীর ওপর থেকে চোখ সরানোই দায়।

ইনস্টাগ্রামে অভিনেত্রীর এই ফটোশুট ভালো লেগেছে মধুমিতা সরকারের। সোহিনীর পোস্ট করা ভিডিওতে কমেন্টও করেছেন মধুমিতা। সঙ্গে অনুরাগীদের ভালোবাসা তো রয়েছেই।

ফেসবুকে এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ছে। অনুরাগীরা এক কথায় ‘পাগল’। একজন লিখেছেন, তুমি কি আমায় বাঁচতে দেবে না, মরে গেলে ভালো লাগবে?

জনৈক এক অনুরাগী আরো একধাপ এগিয়ে লিখেছেন, বার্ন ওয়ার্ডে ভর্তি, এসে দেখে যাও।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৫১
  • ৬:৪৩