ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আ.লীগের আগ্রাসনের প্রতিবাদে পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি Logo ত্যাগ, নৈতিকতা নাকি দলীয় বলয়; কিশোরগঞ্জের ফাঁকা দুই আসনে কোন পথ বেছে নেবে রাজনীতি? Logo নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের

লাশের পেটে ইয়াবা

News Editor
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৬০ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে আব্দুস শুকুর নামে এক যুবকের পেটে ৩১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। প্যাকেটে এক হাজার ৫৫০টি ইয়াবা ছিল। সোমবার দুপুরে ময়নাতদন্তের সময় ইয়াবাগুলো পাওয়া যায়।

আব্দুস শুকুর কক্সবাজারের টেকনাফ উপজেলার বাজারপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোক্তার আহমেদ। ২৩ সেপ্টেম্বর পাবনা হাসপাতাল রোড এলাকা থেকে আরো তিনজনের সঙ্গে শুকুরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরে ময়নাতদন্তের সময় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়।

নো! আমি এটার সাথে জরিত না: রায়ের পর সাহেদ

সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, টেকনাফ থেকে পেটে ইয়াবা নিয়ে পাবনায় বিক্রি করতে এসেছিলেন শুকুর। পাবনার স্থানীয় তিন মাদক ব্যবসায়ীর সঙ্গে ডিবি পুলিশ শুকুরকে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের কাছে তথ্য ছিল আটকদের কাছে আরো বেশি ইয়াবা আছে। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, ইয়াবা আছে শুকুরের পেটের ভেতর। তাই তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, হাসপাতালের চিকিৎসকরা পেটে আল্ট্রাসনোগ্রাম এবং এক্স-রে করে নিশ্চিত করেন শুকুরের পেটে ইয়াবা রয়েছে। কিন্তু সেগুলো বের করার কোনো ব্যবস্থা তাদের কাছে নেই। তাই তারা শুকুরকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই পুলিশের হেফাজতে তার চিকিৎসা চলছিল। রোববার রাতে শুকুর মারা যান।

কারাবিধি অনুযায়ী ডিভিশন পাবেন ডা. সাবরিনা

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। এ সময় শুকুরের পাকস্থলিতে ৩১ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। এরমধ্যে ১৬টি প্যাকেট ঠিক ছিল। বাকি ১৫টি প্যাকেট ফেটে গিয়েছিল। এসব প্যাকেটের ইয়াবাও গলতে শুরু করেছিল। সেগুলো গণনা করা যায়নি। তবে ভালো থাকা ১৫টি প্যাকেটের ইয়াবা ঠিকমতো গণনা করা সম্ভব হয়েছে। এতে প্রত্যেক প্যাকেটে ৫০টি করে ইয়াবা পাওয়া গেছে। তাই তারা ধরে নিচ্ছেন যে, ৩১টি প্যাকেটেই ৫০টি করে ইয়াবা ছিল। মোট ইয়াবা এক হাজার ৫৫০টি। পাকস্থলিতে বিপুলসংখ্যক ইয়াবা গলে যাওয়ায় শুকুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশের পেটে ইয়াবা

আপডেট সময় : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে আব্দুস শুকুর নামে এক যুবকের পেটে ৩১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। প্যাকেটে এক হাজার ৫৫০টি ইয়াবা ছিল। সোমবার দুপুরে ময়নাতদন্তের সময় ইয়াবাগুলো পাওয়া যায়।

আব্দুস শুকুর কক্সবাজারের টেকনাফ উপজেলার বাজারপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোক্তার আহমেদ। ২৩ সেপ্টেম্বর পাবনা হাসপাতাল রোড এলাকা থেকে আরো তিনজনের সঙ্গে শুকুরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরে ময়নাতদন্তের সময় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়।

নো! আমি এটার সাথে জরিত না: রায়ের পর সাহেদ

সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, টেকনাফ থেকে পেটে ইয়াবা নিয়ে পাবনায় বিক্রি করতে এসেছিলেন শুকুর। পাবনার স্থানীয় তিন মাদক ব্যবসায়ীর সঙ্গে ডিবি পুলিশ শুকুরকে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের কাছে তথ্য ছিল আটকদের কাছে আরো বেশি ইয়াবা আছে। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, ইয়াবা আছে শুকুরের পেটের ভেতর। তাই তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, হাসপাতালের চিকিৎসকরা পেটে আল্ট্রাসনোগ্রাম এবং এক্স-রে করে নিশ্চিত করেন শুকুরের পেটে ইয়াবা রয়েছে। কিন্তু সেগুলো বের করার কোনো ব্যবস্থা তাদের কাছে নেই। তাই তারা শুকুরকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই পুলিশের হেফাজতে তার চিকিৎসা চলছিল। রোববার রাতে শুকুর মারা যান।

কারাবিধি অনুযায়ী ডিভিশন পাবেন ডা. সাবরিনা

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। এ সময় শুকুরের পাকস্থলিতে ৩১ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। এরমধ্যে ১৬টি প্যাকেট ঠিক ছিল। বাকি ১৫টি প্যাকেট ফেটে গিয়েছিল। এসব প্যাকেটের ইয়াবাও গলতে শুরু করেছিল। সেগুলো গণনা করা যায়নি। তবে ভালো থাকা ১৫টি প্যাকেটের ইয়াবা ঠিকমতো গণনা করা সম্ভব হয়েছে। এতে প্রত্যেক প্যাকেটে ৫০টি করে ইয়াবা পাওয়া গেছে। তাই তারা ধরে নিচ্ছেন যে, ৩১টি প্যাকেটেই ৫০টি করে ইয়াবা ছিল। মোট ইয়াবা এক হাজার ৫৫০টি। পাকস্থলিতে বিপুলসংখ্যক ইয়াবা গলে যাওয়ায় শুকুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।