শংকরবাটি যাকাত ও তহবিল থেকে সেলাই মেশিন, ও নগর অর্থসহ ১শ জনের ছানি ফ্রী অপারেশন
- আপডেট সময় : ১২:০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১০৫৩ বার পড়া হয়েছে
শংকরবাটি যাকাত ও তহবিল থেকে সেলাই মেশিন, ও নগর অর্থসহ ১শ জনের ছানি ফ্রী অপারেশন
মোঃ জাহিদ হাসান/চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার (১৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ শংকরবাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৯ টায় জামান আই কেয়ার সেন্টার এর উদ্যোগে ১শ জনের বিনামূল্য চক্ষুর ছানির অপারেশনের জন্য রোগী বাছাই কার্যক্রম সম্পূর্ণ ও এলাকার অসহায় ও গরীব দুঃখী মানুষকে শংকরবাটি যাকাতের তহবিল থেকে ৪ জনকে সেলাই মেশিন বিতরণসহ ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রফেসার আব্দুল করিম, জাকাত ফান্ডের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেন, কোষাধক্ষ্য আব্দুল খালেক, এবং জামান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অহেদুজ্জামান, ৬নং নাম্বার ওয়ার্ডের প্যানেল মেয়র সালেহ উদ্দিন (ভোলা) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার। কেবলাল হোসেন (খোকা) প্রমূখ।