DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শপিংমল-দোকানপাট খোলার প্রথম দিন উপচে পড়া ভিড় নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা

DoinikAstha
এপ্রিল ২৬, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকলেও রোববার থেকে খুলেছে শপিংমল ও দোকানপাট। লকডাউনের মধ্যে দোকানপাট খোলার অনুমতি যেমন সমালোচনার সৃষ্টি করেছে, ঠিক তেমনি দোকানপাট খোলার প্রথম দিনে চুয়াডাঙ্গা শহরের কোথাও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, সাথে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। ঈদের এখনো ১৭ দিন বাকি থাকলেও বাজারের ভিড় দেখে মনে হয়েছে সোমবারই ঈদ। ঠিক ঈদের আগের দিন বা চাঁদ রাতে যেমন অবস্থা থাকে বাজারের, তেমনি অবস্থা দোকানপাট খোলার প্রথম দিনেই।

স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে ক্রয় বিক্রয়ের সরকারি নির্দেশনা থাকলেও চুয়াডাঙ্গা শহরের একটি মার্কেটেও ক্রেতা বা বিক্রেতা কাউকেই তা মানতে দেখা যায়নি। কাপড়ের দোকান, জুতার দোকান, দর্জির দোকান থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটায় প্রচুর ভিড় দেখা গেছে। সকাল থেকেই লোকজনের উপস্থিতি বাড়তে থাকে।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

সামাজিক দূরত্ব কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষজনকে বাজার করার সরকারি নির্দেশনা থাকলেও কোথাও ছিল না সামাজিক কিংবা শারীরিক দূরত্বের বালাই। মানুষজনকে গাদাগাদি করে শপিং করতে দেখা গেছে। অনেকের মুখেও ছিল না কোনো মাস্ক।

দুপুরের কড়া রোদেও লোকজনের ভিড় কমেনি। ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের এমন স্বাভাবিক চলাফেরা দেখে বিব্রত বোধ করছেন সচেতন মহল। তাদের মতে, করোনা সংক্রমণ সময়ে মার্কেট খোলা যেন আত্মঘাতি সিদ্ধান্ত।

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ গ্রাম থেকে দোকানপাট খোলার প্রথম দিনেই ঈদের কেনাকাটা করতে আসা সাজিদুর রহমান নামের এক ব্যাক্তি বলেন, ‘আসলে করোনা পরিস্থিতিতে যদিও ঈদের শপিং করা ঠিক না। কিন্তু কি আর করার পরিবারের সকলের মুখে হাসি ফোঁটাতে বাধ্য হয়ে কেনাকাটা করতে এসেছি। আবার যদি দোকানপাট বন্ধ করে দেয়, সেটাও একটা ভাবনার বিষয়।’

অন্যদিকে, প্রথম দিনেই শহরজুড়ে ইজিবাইকের দাপট লক্ষ্য করা গেছে। তীব্র গরমে চালকসহ ৯ জন যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই চলছে তাঁদের চলাচল। সকাল কিংবা তীব্র গরমের দুপুর বড় বাজারে ইজিবাইকের যানজট প্রবল।

বাস না চলায় এক দিকে যেমন দূরের যাত্রীও ইজিবাইকে, অন্যদিকে কাছের যাত্রীও ইজিবাইকে। সব মিলিয়ে চুয়াডাঙ্গা শহরজুড়ে ইজিবাইকের স্বাস্থ্যবিধিহীন দাপট লক্ষ্য করা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০