DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা করবেন

DoinikAstha
মে ১৮, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ক্যালসিয়ামের অভাব পূরণ করে হাড়ের ঘনত্ব বাড়াতে দুধের বিকল্প নেই। এছাড়াও দুগ্ধজাত অন্যান্য জিনিস যেমন ঘি, ছানা এগুলোও ভাল। তবে আপনি যদি ল্যাকটোজেন ইনটলারেন্ট হন, অর্থাৎ আপনার দুধে অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন।

হাড় মজবুত করতে ডিমের কুসুম অত্যন্ত উপকারী। ডিমের কুসুমে ভিটামিন ডি ও ক্যালসিয়াম বৃদ্ধি করে।

টুনা, স্যামন, ট্রাউট এই মাছগুলো হলো ফ্যাটি মাছ। এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই মাছে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই দূর হবে।

আরো পড়ুন :  পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

যাদের দুধ বা ডিমে অ্যালার্জি আছে, তারা নিশ্চিন্তে ব্রোকলি খেতে পারেন। খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখতে হবে।

সয়া দুধ, টফু বা অন্যান্য সয়া জাতীয় খাদ্য হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এগুলো ভিটামিন ডি সমৃদ্ধ। নিয়মিত এ ধরনের খাবার খেলে হাড় সুস্থ থাকবে।

এছাড়াও মাঝে মাঝে একটু খোলা জায়গায় সূর্যের আলো মাত্র ১০ মিনিট শরীরে প্রবেশ করলেই ভিটামিন ডি’র চাহিদা পূরণ হয়।

আরো পড়ুন :  ফুলবাড়িয়ায় ভোগান্তির প্রতীক পলাশতলী গ্রামের রাস্তা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]