DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

DoinikAstha
এপ্রিল ৫, ২০২১ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলা ও পৌর এলাকায় কোভিড-১৯ প্রতিরোধে এবং সরকারী নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা, লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় মোবাইক কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর মনদীপ ঘরাই, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সাত্তার।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, জেলা প্রশাসক পারভেজ হাসান স্যারের নির্দেশে কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন এর প্রথমদিনে সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ (বার) টি মামলায় মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। কোভিড-১৯ প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০৪
  • ১৬:৪১
  • ১৮:৫৩
  • ২০:২০
  • ৫:১২