DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন

Online Incharge
আগস্ট ২০, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন

স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে স্ত্রীর পরকীয়া প্রেমিকের ধারালো কেচির আঘাতে এক দুবাই প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) দিবাগত রাঁতে মজিল হক বেপারী কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আজ রোববার (২০ আগস্ট) সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি বেপারী কান্দি গ্রামের মুকবুল হক বেপারীর ছেলে আলাউদ্দিন বেপারী (৩৪)। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ মৃধা। তিনি আলাউদ্দিনের একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে থাকেন আলাউদ্দিন। গ্রামের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার (২৮) দুই ছেলে ও মেয়ে নিয়ে থাকেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সঙ্গে আব্দুল্লাহর যোগাযোগ বাড়ে। প্রায় এক মাস আগে আলাউদ্দিন দেশে ফেরার পর আব্দুল্লাহ ও রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এতে আবদুল্লাহর ওপর ক্ষুব্ধ হন প্রবাসী আলাউদ্দিন।

এদিকে বিষয়টি নিয়ে উভয়-পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করে স্থানীয় মুরব্বিরা। শনিবার (১৯ আগস্ট) আব্দুল্লাহর সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়ে আলাউদ্দিন। একপর্যায়ে হাতে থাকা কাপড় কাটার কেচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করে আবদুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে স্পিডবোর্ডে মারা যান তিনি।

মোঃ ইয়াকুব নামে স্থানীয় একজন বলেন, পরকীয়া প্রেমের কারণে এই ঘটনা ঘটেছে। আবদুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারির ঘাড়ে কাঁচি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এ রকম ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।

আলাউদ্দিন বেপারির ছোট বোন তানজিলা আক্তার বলেন, আবদুল্লাহ ও রুমা প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর বিচার সালিশ হয়েছে। বিচারে আবদুল্লাহকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আলাউদ্দিনকে হত্যাকারী আবদুল্লাহ মৃধা, তার ভাই রিফাত মৃধা ও রুমা আক্তারের উপযুক্ত বিচার দাবি করছি আমি।

আরো পড়ুন :  সন্তানসহ মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছ। তবে মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরের সহাকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুসফিকুর রহমান বলেন, আলাউদ্দিন বেপারি নামে এক ব্যক্তিকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আবদুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে দুজনকে আটক করেছে পুলিশ। আলাউদ্দিনের স্ত্রী রুমা আক্তারের সঙ্গে আবদুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। তাদের পরকীয়া প্রেমের বিষয়টি নিয়ে এলাকার মুরব্বিরা তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল। মুরব্বিদের সিদ্ধান্ত ছিল, যে যার মতো থাকবে। তারপরও কথাকাটাকাটির একপর্যায়ে পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রবাসী আলাউদ্দিন বেপারি। এ ঘটনায় মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭