শরীয়তপুর পেশাগত দায়িত্ব পালনে যুবলীগ নেতার বাধা
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক শরীয়তপুরের নামে চর সোনামুখী মৌজার নাল ৬ শতাংশ জায়গাসহ পুকুর ভরাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা জায়গায় ড্রেজার দিয়ে ভরাটের অভিযোগে তথ্য সংগ্রহ করতে গেলে চড়াও হন রুদ্রকর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেন এটা তার জায়গা তিনি ভরাট করতেছেন।
এই বিষয় রুদ্রকর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মালেক খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার গতকাল রাতে এসে তাদের কার্জকর্ম বন্ধ রেখে সরকারি জমি মেপে আলাদা করে তাদের জায়গায় ভরাট করতে বলছেন। আজকের এসিল্যান্ড স্যার সার্ভেয়ার নিয়ে আসবেন এখন যদি ড্রেজার চালায় তহলে তারা সরকারি নির্দেশ অমান্য করছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমি গত কালকে রাত্রে ওই জায়গা দেখে আসছি। আজকে এসিল্যান্ড পাঠিয়েছি যাতে সরকারি জায়গা নির্ধারণ করে। তাদের জমি তারা ভরাট করবে সরকারি জমি যেন ভরাট না করে।