শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও সময়কালের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম পাইলট, জনকণ্ঠ ও একুশে টিভির জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি কাজী নাসির, যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী মনির, সাপ্তাহিক বালুচর এর সম্পাদক আব্দুল ওয়াদুদ, দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক, দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি রোমান আকন্দ, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বিএম ইসরাফিল, সংবাদ মোহনার জেলা প্রতিনিধি বরকত আলী মুরাদ, সাংবাদিক নুরুজ্জামান শেখ, ফারুক, মনিরুজ্জামান, সুজন খান, আলী কাজী,স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এসএম স্বাধীন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান মুন্সী, জনতার জেলা প্রতিনিধি মেহেদী খান, নজরুল, রনি, আসাদ প্রমুখ।
আলোচনায় উপস্থিত সকল সাংবাদিকদের দাবি জেলায় সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে শরীয়তপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হোক। এসময় সিনিয়র সাংবাদিকরা শিগ্রই শরীয়তপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হবে বলে জানান।
আরো পড়ুনঃ হোসেনপুরে করোনাভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট