DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী

Doinik Astha
আগস্ট ৫, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: একাওরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন।

শুক্রবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ,উপজেলা ক্রীড়া সংস্থা সহ বিভিণœ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ। এরপর উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে শেখ কামালের জন্ম বার্ষিকীকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,সহকারী পুলিশ সুপার তাহিরপুর (তাহিরপুর-জামালগঞ্জ) সার্কেল মো.সাহিদুর রহমান, থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. সোহেল রানা প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]