DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Astha Desk
জানুয়ারি ২, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

 

বেনাপোল প্রতিনিধিঃ

 

যশোরের শার্শায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার বিকাল ৫টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালী নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত নাম নুর ইসলাম মিঠু (৪০)। সে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। পেশায় একজন সহকারি ঠিকাদার।

 

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস হাড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখামুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক নুর ইসলাম মিঠু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন।

 

ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]