DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শার্শা জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

News Editor
নভেম্বর ৩, ২০২০ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : আলাচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শার্শায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে শার্শা সদর ইউনিয়ান আওয়ামীলীগ আয়োজনে নাভারন কলেজের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয় সম্পাদক আসিফ উদ দ্দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান, শার্শা সদর ইউনিয়ানে সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।

স্বাস্থ্য কমপ্লেক্সে গাইড ওয়ালের নিম্মমানের কাজ করায় ধ্বসে পড়েছে

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য বলেন, ৩রা নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। এদিন মুক্তিযদ্ধের অন্যাতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মুনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে নির্মম ভাবে হত্যা করা হয়।

সভায় আওয়ামীলীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের উপজেলা সদরর ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০