আমিনুল জুয়েল, নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আওয়ামী লীগ সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এই ভাল কাজকে দল-মত নির্বিশেষে সকলেরই সাধুবাদ জানানো দরকার। বছর শুরুর দিনে বিনামূল্যে কমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই নিশ্চিত করছে আমাদের সরকার। আওয়ামী লীগ শিক্ষা বান্ধব সরকার বলেই এই কাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সোমবার ১৬ নভেম্বর দুপুরে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে দুটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ও নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকার দেশের নাগরিকদের দক্ষ সম্পদে পরিণত করতে চায়। এজন্য বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া এই শিক্ষা খাতে। শুধু সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সকলকেই এই কাজে এগিয়ে আসতে হবে। কারণ, শিক্ষা ছাড়া আমরা উন্নতি করতে পারবো না। এসময় তিনি সমাজের সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে মল্লিকপুর এম এ জে বি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন এবং ১ কোটি ২২লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট বর্ষাইল কাইউম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। এসময় জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমূখসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন। মায়ের প্রেমিককে নিজ হাতে কুপিয়ে মারলেন ছেলে মায়ের প্রেমিককে নিজ হাতে কুপিয়ে মারলেন ছেলে।মাদারীপুরের কালকিনিতে মায়ের পরকীয়ার জের ধরে ছেলের হাতে মো. জাহিদ মীর(২০) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ছেলের বসতঘরসহ ৬টি ঘরে অগ্নিসংযোগ ঘটিয়েছে। এদিকে খুনের ঘটনায় ওই এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে সোমবার (১৬ নভেম্বর) সকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রি জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল। এ নিয়ে প্রবাসীর ছেলে সাকিব ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত শনিবার দিবাগত রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নাচতে যায়। এ সময় জাহিদকে প্রবাসীর ছেলে সাকিব তার বাড়ির একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে বসে সাকিবের নেতৃত্বে সাগর, সামচুল হক, লোকমান, খবির ও জীবনসহ বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে জাহিদ মীর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গাজীপুর শ্রীপুরে প্রাইভেট হাসপাতালে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা তার মৃত্যুর খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে সাকিব, শাহ আলম, নুর, সামচু, সাজু ও হালিসহ ৬টি ঘরে অগ্নিসংযোগ করে। এতে সমস্ত ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের ভাবি পিপাষা বেগম বলেন, বিয়ে অনুষ্ঠানে আমার দেবর জাহিদ নাচতে গেলে তাকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করেছে সাকিব ও তার লোকজন। আমরা তাদের সঠিক বিচার চাই। নিহতের ভাই আসাদ মীর বলেন, হত্যাকারী সাকিবের মামা লোকমানের প্রভাবেই আমার ভাইকে খুন করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে ওই এলাকার অভিযুক্ত সবাই পলাতক রয়েছেন। মাদারীপুর সদর থানা ওসি মো. কামরুল হাসান জানান, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আমরাও পরকীয়ার কথা শুনেছি আর এই নিয়েই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সদর থানায় মামলা প্রক্রিয়া চলছে। তবে মামলা এজাহার হলে বিস্তারিত জানতে পারবো।