কামরুজ্জামান মিন্টু, ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের অন্যতম আসামী খাইরুলকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ফাগুয়া হাওড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, শুভ্র হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী ছিলো খায়রুল। এ ঘটনায় শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ মামলার আসামী ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান, জাহাঙ্গীর আলম, রাসেল ও মজিবুরকে গ্রেফতার করেছে। এছাড়া ঘটনার পর থেকে অন্যতম আসামী খায়রুল পলাতক ছিলো। গোয়েন্দা পুলিশ দীর্ঘ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, হত্যাকাণ্ডের পর থেকেই খায়রুল পলাতক ছিলো। গ্রেফতার করে আজ শনিবার তাকে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পাঠানো হয়েছে। তখন লোমহর্ষক হজত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় খায়রুল। তিনি গৌরীপুরের কাউরাট পশ্চিম পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত শনিবার ১৭ অক্টোবর রাতে পৌর শহরের পানমহালে একদল সন্ত্রাসী মাসুদুর রহমান শুভ্রসহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর আহত করে। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাতে মাসুদুর রহমান শুভ্রর মৃত্যু হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।