DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে শিক্ষার্থীদের- এমপি বাহার

Habibur Rahman Monna
জানুয়ারি ২৭, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতিরপিতা বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ স্বপ্ন দেখছেন ৪১ সালের ধনী জ্ঞান নির্ভর সুন্দর বাংলাদেশ। আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ৩০ লাখ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছি তা যেন বৃথা না যায়। প্রিয় নেত্রী শেখ হাসিনা স্বপ্ন-স্মার্ট বাংলাদেশ তৈরীর প্রস্তুতি নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে ২০৪১ সালের বাংলাদেশের।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার এমপি  আরও বলেন, আমাদের কুমিল্লা আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অনন্য উদাহরণ।  যখন দেখি কুমিল্লার দুইজন সন্তান প্রধান বিচারপতি হয়,দুইজন সেনা প্রধান হয়, দুইজন কেবিনেট সচিব হয় , তখন মনে  হয় বঙ্গবন্ধুর স্বপ্নতো এই কুমিল্লায়ই বাস্তবায়িত হচ্ছে।  ঐতিহ্যের কুমিল্লার ঐতিহ্যকে ধারন করে এগিয়ে যাচ্ছে কুমিল্লার দুইটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় ও কুমিল্লা জিলা স্কুল। এ দুটি প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা আজ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানের এই ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

বর্ণিল আয়োজনে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সকালে  কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব  ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রাশেদা আক্তার। এসময়  কুমিল্লার  অতিরিক্ত জেলা প্রশাসক অতীশ সাহা,কুমিল্লা জিলা স্কুলের প্রধান  শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ,  কাউন্সিলর মনজুর কাদের মণি, কুমিল্লা প্রেস  ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, মহানগর  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী কয়েকজন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা  আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সহ অতিথিরা।

দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮