DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

Astha Desk
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চিথলিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে পুকুর থেকে তাসলিমা খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে চিথলিয়া গ্রামের অটোরিকশা চালক তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, শ্রীবরদীর উপজেলার চিথলিয়া গ্রামের তাজুল ইসলামের একমাত্র সন্তান শিশু তাসলিমা খাতুন শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে বাড়ি থেকে বের হয়। তারপর ফিরে আসেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকাল সাড়ে ৯টায় তাসলিমার মরদেহ সোহরাব মাস্টারের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।