শিরোনাম:
শেরপুরে বজ্রাঘাতে নিহত-১
Astha DESK
- আপডেট সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
শেরপুরে বজ্রাঘাতে নিহত-১
স্টাফ রিপোর্টারঃ
শেরপুর সদর উপজেলার সাপমারি গ্রামে
বজ্রাঘাতে শাহ পরান নামে মাদরাসা পড়ুয়া ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোরসালিন নামে আরও এক শিশু আহত হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সাপমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের মাঠে শাহ পরানসহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির একপর্যায়ে বজ্রপাতে শাহ পরান ঘটনাস্থলেই সে মারা যায় এবং মোরসালিন নামে অপর এক শিশু গুরুতর আহত হয়।
মোরসালিন একই গ্রামের মোমিন মিয়ার ছেলে। পরে মোরসালিনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















