DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

Online Incharge
আগস্ট ২৫, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাণীগাঁও এলাকার
সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ’ থেকে রাইস মিল থেকে লিটন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত মরেদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) সকালে সম্প্রসারিত নির্মাণাধীন অংশ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। সে দিনাজপুর জেলার বীরগঞ্জের মাগরাই গ্রামের বাসিন্দা।

প্রতিদিনের মতোই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গী অপররাপর শ্রমিকদের সাথে একত্রে কাজ শেষ করেন লিটন। তারা একটি ভাড়া বাড়িতে থাকতেন। সঙ্গীয় সকল শ্রমিক সেই ভাড়া বাড়িতে ফিরলেও লিটন ফিরেনি। পরে খোঁজাখুঁজি করে শুক্রবার সকালে লিটনের রক্তাক্ত মরদেহ ওই মিলের ভবনের নির্মাণাধীন সম্প্রসারীত অংশে পড়ে থাকতে দেখে তারা। পরে মিল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে লিটনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নালিতাবাড়ি থানার ওসি এমদাদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত লিটনের সঙ্গের পাঁচ জন শ্রমিককে থানায় নেয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ ও সিআইডির তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭