DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Astha Desk
নভেম্বর ৩, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

শৈলকুপায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন/শৈলাকুপা প্রতিনিধিঃ

“মাদক’কে না বলি, খেলার মাঠে ফিরে আসি” এই স্লোগানে ঝিনাইদহের শৈলকুপার ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নের পুরাতন মালিথিয়া যুব সংঘের উদ্যোগে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকালে পুরাতন মালিথিয়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে বিষসাওরাইল ফুটবল একাদশের কাছে হাট বনগ্রাম ফুটবল একাদশ ২-০গোলে পরাজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ১ আসনের সংসদ সদসং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ, শৈলকুপা উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ।

মোঃ দিনার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি ফাইনাল খেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরন কালে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামি নির্বাচনে আওয়ামীলীগ যাহাতে বিজয়ী হয়ে সরকার সরকার গঠন কতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বিশ্বাস বলেন, বর্তমানে যুবসমাজ মাদকের দিকে ঝুকে পড়ছে আমরা যুব সমাজ কে মাদক থেকে ফিরে আনার জন্য ভিন্নধর্মী এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।

তিনি আরও বলেন, বর্তমানে যুবকরা খেলাধুলা থেকে অনেকটা সরে যাচ্ছে। যার দরুন তারা মোবাইল ও মাদকাসক্ত সহ অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ছে। তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এবং সাধারণ জনগণকে খেলা দেখা’র জন্য মাঠ মুখি করতে আমারা আয়োজন করেছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০