DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শোভাযাত্রা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

Astha Desk
জুলাই ১৭, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

শোভাযাত্রা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

সাতক্ষীরা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই বুধবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আহব্বানে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি অনুষ্টিত হয়েছে।

 

এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ বুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন প্রমুখ।

 

এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, আগামী ১৯ জুলাই বুধবার বিকাল ৪টায় শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের নিউমার্কেটস্থ শহিদ আলাউদ্দীন চত্বরে গিয়ে শেষ হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।