শিরোনাম:
শ্যামনগরে ড্রেইন থেকে হরিণের শিং বন্দুক উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
শ্যামনগরে ড্রেইন থেকে হরিণের শিং বন্দুক উদ্ধার
মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে শিকার করা চারটি হরিণের শিং ও একটি দেশি বন্দুক উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরে একটি ড্রেন থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সাইকেল মিস্ত্রি আনিছুর রহমান বলেন, আমি সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ড্রেনের পাশে যাই। এসময় ড্রেনের মধ্যে একটি বস্তায় হরিণের শিং জাতীয় কিছু দেখতে পেয়ে স্থানীয় নৌপুলিশকে খবর দেই। পরে নৌপুলিশের সদস্যরা এসে এগুলো উদ্ধার করেন।
নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, পরিত্যক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিং গুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ।

















