DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক স্বপন চন্দ্র সাহার বিদায় সংবর্ধনা

Abdullah
আগস্ট ২৯, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক স্বপন চন্দ্র সাহার বিদায় সংবর্ধনা

খাগড়াছড়িঃ

শ্রদ্ধা ও ভালোবাসায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহার অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সুসজ্জিত মঞ্চ ও ফুলেল শুভেচছায় এই সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা জানান, জনাব স্বপন চন্দ্র সাহার স্যার একজন আদর্শবান শিক্ষক ছিলেন। সন্তান স্নেহে তিনি ছাত্র/ছাত্রীদের পড়াতেন। তিনি দীর্ঘ ৩৫ বছর নিষ্ঠার সাথে পাঠদান দিয়ে এসেছেন। এই সময় বক্তারা তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, ১৯৮৯ সালের ১ জানুয়ারি তিনি এই মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয়টিতে তিনি ৩৫ বছর যাবৎকাল শিক্ষার আলো ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার এই বিদায় ক্ষণে আশীর্বাদ ও শুভ কামনা জানান মরাটিলা এলাকার সর্বস্তরের মানুষ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪