DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক লীগে কর্মীকে কুপিয়ে হত্যা

আমির হোসেন, ঝালকাঠি
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ভাড়ায়চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিক লীগের কর্মী ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানিয়রা গুরুতর আহত ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই রাসেল হাওলাদার। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।এস আই শহীদুল ইসলাম ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমরান হাওলাদার নলছিটি পৌর এলাকার খাজুরিয়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেঝ ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২