শিরোনাম:
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ১০:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১০১৭ বার পড়া হয়েছে
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের লোহাগাছ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২রা জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে লোহাগাছ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, মরদেহটি চলন্ত ট্রেনের নিচে পড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গেছে। তবে মূখ মন্ডল দেখে বয়স অনুমান করা হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোঃ সাইদুর রহমান বলেন, ময়মনসিংহগামী কমিউটার চলন্ত ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরা দেহটি নিয়ে গেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।