DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন-কাজী জাফর উল্লাহ

Astha Desk
আগস্ট ২২, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন-কাজী জাফর উল্লাহ

 

মামুনুর রশিদ/ফরিদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, বিএনপি জামায়াত যতই বিদেশীদের কাছে ধরনা দেক এবং শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। জনগণ যদি চায় তাহলেই আসতে পারবেন। এছাড়া আমিরিকার কোন শক্তি নাই পিছনের দরজা দিয়ে বিএনপির জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে।

 

আজ মঙ্গলবার (২২ আগষ্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবসের স্মরণে ফরিদপুরের ভাঙ্গা সরকারি কে এম কলেজ চত্বরে আলগী ইউনিয়ন আ’লীগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কাজী জাফরউল্লাহ আরো বলেন, বিএনপি-জামাত ও তাদের দোসরা চায় এদেশে আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় না আসে। শেখ হাসিনা ক্ষমতায় আসলে গরিব-দুঃখী অসহায় মানুষের জন্য কথা বলে, শেখ হাসিনা ছাড়া এদেশে খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে কথা বলার আর কোন লোক থাকবে না। একমাত্র শেখ হাসিনাই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে ও এদেশের উন্নয়ন করতে তিনি রাজনীতি করেন।

 

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উপস্থিত জনগণের সামনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বললে উপস্থিত সকল জনগণ হাত উচিয়ে তাকে সমর্থন জানান।

 

জাতীয় শোক দিবসের স্মরণ সভায় আলগী ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ কমল দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা।

 

বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, ভাঙ্গা সরকারি কে এম কলেজের সাবেক ভিপি শাখায়াত বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শাখায়াত হোসেন জালাল, ইস্রাইল ফকির প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০