DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

Astha Desk
জুন ১৯, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

 

আস্থা ডেস্কঃ

বিদ্যুৎ সংকটের সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চ সচিবালয় অভিমুখে বিক্ষোভ করেছে। আজ সোমবার (১৯জুন) দুপুর দেড়টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলটিি জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে চল্লিশ জনের বেশি নেতা কর্মী ও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

 

জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট মোড়ের রাস্তার ওপর পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিলে বিক্ষোভকারীরা সেই বাধা ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে গণতন্ত্র মঞ্চের নেতারা পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাঁদের কর্মসূচি শেষ করেন।

 

প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমূখ।

 

ঘটনাস্থলে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, সচিবালয় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। চাইলেই কেউ এখানে বিক্ষোভ মিছিল নিয়ে যেতে পারেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত করাই পুলিশের কাজ। এই কাজ করতে গিয়ে আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০