শিরোনাম:
সলঙ্গায় ডোবায় ডুবে দুই শিশু নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১০৩৯ বার পড়া হয়েছে
সলঙ্গায় ডোবায় ডুবে দুই শিশু নিহত
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের বাড়ির পাশের ডোবায় ডুবে শিহাব (৯) ও অনিক (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো ওই গ্রামের আব্দুল করিমের ছেলে শিহাব ও মনিরুল ইসলামের ছেলে অনিক।
আব্দুল করিম বলেন, দুপুরে বাড়ির পাশের ডোবার পাশে শিহাব ও অনিক খেলাধুলা করছিল। পরে দুজন পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাইনি। পরে ডোবায় দুজনকে ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রকৃয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
















