DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে আমদানি -রপ্তানিকারক গ্রুপের মতবিনিময় সভা।

News Editor
জুন ১৬, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের সাথে আমদানি -রপ্তানিকারক গ্রুপের মতবিনিময় সভা।

দেলোয়ার হোসাইন নয়ন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ। বুধবার (১৬ জুন) দুপুরে তেঁতুলিয়া ডাকবাংলোয় অবস্থিত বেরং কমপ্লেক্সে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ ব্যানারে নতুন কমিটি ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে তারা। সভায় বন্দর সংশ্লিষ্ট সংগঠন পঞ্চগড় আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সদস্যরা জানান।

এ বিষয়ে বিলুপ্ত কমিটির নাম বাদ দিয়ে পূর্ণাঙ্গ ভাবে নতুন নাম “বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ” ঘোষণা করা হয়েছে বলে সাংবাদিকদের অবহিত করেন। মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা জানান, গত ৯ জুন বাংলাবান্ধায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত সাধারণ সভায় পঞ্চগড় আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশনের নাম ও পুরনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপ নামে ঘোষণা করা হয় । পরে সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন। সভায় সাংবাদিকরা বন্দরের অনিয়ম দূর্ণীতি বন্ধ সহ করোনার এই সময়ে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটিকে অনুরোধ করেন।

একই সাথে নতুন সংগঠনের সদস্যবৃন্দদের বন্দরের সকল কার্যক্রম পরিচালনার উন্নয়ন ও সম্ভাবনার তথ্য প্রদানে সহযোগীতা করবেন এমনটি প্রত্যাশা সাংবাদিকদের। নতুন কমিটির সাধারন সম্পাদক কুদরত ই ক্ষুদা মিলন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আব্দুল লতিফ তারিন, সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, কোষাধক্ষ মোজাফ্ফর হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, ডিজার হোসেন বাদশাহ, সোহাগ হায়দার, রনি মিয়াজী প্রমুখ।

এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন আমদানি রপ্তানিকারক গ্রুপের সহ সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, দপ্তর সম্পাদক সোহেল রানা মানিক, রাশেদ সরকার, নতুন কমিটির সদস্য সহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :  বদলগাছিতে পটল ক্ষেত থেকে ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২