DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কামাল হোসেন এর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

DoinikAstha
আগস্ট ২১, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ ২০০৪ সালের ২২ আগস্ট মানিকছড়ির সাংবাদিক মোঃ কামাল হোসেনকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছিল দুর্বত্তরা। আজ ১৭তম মৃত্যুবার্ষিকীতে প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন জানান, তৎকালীন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উদীয়মান সাংবাদিক আজকের কাগজ ও প্রতিদিন খাগড়াছড়ির উপজেলা প্রতিনিধি এক পুত্র সন্তানের জনক মোঃ কামাল হোসেনকে ২০০৪ সালের ২১ আগস্ট দিবাগত গভীর রাতে (২২আগস্ট) তিনটহরীস্থ নিহতের নিজ বাড়ী থেকে অস্ত্রের মূখে তুলি নিয়ে যায় দুর্বৃত্তরা!

বাড়ির অদূরে নির্জন জঙ্গলে নিয়ে তাকে নির্মম ও নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়। পরে নিহতের ছোট ভাই মোঃ জহির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও প্রত্যক্ষ স্বাক্ষীর অভাবে আসামীরা উচ্চ আদালত থেকে মুক্তি পায়। আজ ১৭তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক ও প্রেসক্লাবের উদ্যোগে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]