সাংবাদিক রোজিনার মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
দেলোয়ার হোসাইন নয়ন:স্টাফ রিপোর্টার:দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
বুধবার (১৯ মে) সকালে তেতুঁলিয়া চৌরাস্তা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। তেতুঁলিয়া “সক্রিয় সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কালেরকন্ঠ’র সহ সম্পাদক আতাউর ররহমান কাবুল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার মাহমুদ আজহার, বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, তেতুঁলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব হোসেন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক ইত্তেফাক পত্রিকার তেতুঁলিয়া প্রতিনিধি আশরাফুল ইসলাম, এম এ বাসেতসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারী সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি তোলেন তারা।
এমনকি সারা দেশে গণমাধ্যমকর্মীদের হত্যা, হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেন তারা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবিও জানান তারা।