সাংবাদিক হাবিব আর নেই
আস্থা ডেস্কঃ
দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আজ মঙ্গলবার (২২আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় হার্টঅ্যাটাক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারজানা মাহমুদ সনি।
পারিবারিক সূত্র জানা যায়, বিকাল ৪টার দিকে মিরপুরের বাসায় থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন তিনি। এসময় বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি মারা গেছেন।
হাবিবুর রহমান খান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫টার দিকে হাসপাতাল থেকে লাশ তার মিরপুরে শাইন পুকুর আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এসময় তার বয়স হয়েছিল ৪১ বছর।
সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে রাজনৈতিক বিট সাংবাদিকতা শুরু করেন। যুগান্তরের সঙ্গে তার ১৩ বছরের পথচলা অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুরের শিবচরের মৃত মোঃ হাসেম খান ও জয়তুন্নেছা এর সন্তান সাংবাদিক হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।
তার মৃত্যুতে যুগান্তর প্রকাশক ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। তারা হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে হাবিবুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
অপর দিকে হাবিবুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আস্থা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতেখার আহাম্মদ।