ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রেহানা পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী শেখ নয়ন আহমেদ (৩৫)।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা। নয়ন আহম্মেদ এর বাবার নাম শাহীন শেখ।
ঘাতক ট্রাকটি(যশোর-ট- ১১-৩৩১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থাণীয় জনতা।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ ইসমাইল মোল্লা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত হয়ে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।